জন্ম নিয়ন্ত্রণ পিল এর কি কাজ বিস্তারিত জেনে নিন

মোনাস ১০ কি কাশির জন্যই শুধু ব্যবহার করা হয়প্রিয় পাঠক আপনাদের অনেকের জানা নেই জন্ম নিয়ন্ত্রণ পিল এর কাজ কি কিংবা জন্ম নিয়ন্ত্রণ পিল কি। তাই আপনারা ও যদি এমন প্রশ্ন থাকে তাহলে আমার আটিকেলটি আপনার জন্য। কেননা আমার আজকের এই আটিকেল এর মূল বিষয় হলো জন্ম নিয়ন্ত্রণ পিল এর কাজ কি তা নিয়ে বিস্তারিত। তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন জেনে আসি জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পকে এবং এর কাজ কি।
জন্ম নিয়ন্ত্রণ পিল এর কি কাজ
আমার এর আটিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি আরো জানতে পারবেন জন্ম নিয়ন্ত্রণ পিল এর কাজ কি ও এর মূল্য কত। তাই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

জন্ম নিয়ন্ত্রণ পিল এর কাজ কি

অনাকাঙ্কিত গর্ভধারণের ঝুকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধোক পিল খাওয়ার একটা বিশেষ চলন হয়েছে।অনেকে গর্ভধারনের ঝুকিপূর্ণ সময়ে একই মাসে এই ধরনের পিল একাধিক বার খেয়েছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই।শারীরিক সম্পর্ক করার ঠিক ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই পিল খেতে হয়।এই পিল খেলে ডিম্বাশয় থেকে বাহির হয়ে জরায়ুতে আসতে দেরি হয়।

ফলে ডিম্বাণু এবং শুক্রানু ২টি মিলিত হতে পারে না। ফলে গর্ভধারন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে, এ পর্যন্ত পাওয়া উপাত্ত অনুযায়ী দেখা গিয়েছে , প্রতি ১০০ জনে ২ জন নারী অরক্ষিত শারীরিক মিলনের ৭২ ঘণ্টার মধ্যে এই পিল খাওয়ার পরও গর্ভধারন করেছেন।এই ব্লিস্টার প্যাকেট পির খাওয়া শুরুর পর থেকে পরবর্তী আনুমানিক পিরিয়ডের সময়কাল ২৮ দিন পর্যন্ত আপনার নিয়মিত ভাবে এই পিল বা বড়ি গ্রহন করা উচিত।

প্রাথমিক কিছু মাসে আপনার অনিয়মিত ঝতুচক্র বা অসাস্বাভিক স্পটিং ভোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।এই পিল গুলো সাধারণত “মনিং আফটার পিল’’ নামে পরিচিত। অনেকে অরক্ষিত মিললের পর পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করে এই পিল খাওয়ার জন্য। কারণ, এগুলো খাওয়র পর মিলন করলে এই পিল এর কাজ করে না।

কেন দেওয়া হয় এই পিল

জন্ম নিয়ন্তন পিল গর্ভনিরোধের জন্য প্রয্যেজ্য বড়ি (মৌখিক গর্ভনিরোধোক বড়ি বা OCPs নামেও পরিচিতি ), যার মধ্যে প্রযোজনীয় হরমোন যেমন-ইস্টোজেন,প্রোজেস্টেরন,অথবা দুটোই নিদিষ্ট মাত্রায় সমন্নিত থাকে। এই বড়িগুলি প্রতি ঝতুচক্রের সময় হরমোনেয় নিয়ন্তন মাত্রাকে নিপুন ভাবে ব্যবহার করে ওভুলেশন প্রতিরোধ এবং সেই কারণে গর্ভাবস্থাও প্রতিহত হয়।

জন্ম নিয়ন্তন পিলেক নাম

  • নভেলন ২১ পিল
  • রোজেন ২৮ ট্যাবলেট
  • ইনকম ১ ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ
  • আই-পিলএল ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ
  • নোরিস্ক ইমাজের্জন্সি পিল
  • পিউলি ইমাজের্জন্সি পিল
  • নরপিল ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ
  • ৫x ইমারজেন্সি পিল
বর্তমানে জন্মনিয়ন্তন পিলের মধ্যে এই পিল গুলো বেশি ভালো।এছাড়াও আরো ভালো মানের কিছু পিল পাওয়া যায়।

এই পিল খাওয়ার সুবিধঃ

i. বেশির ভাগ ক্ষেত্রে এই পিল গুলো অরক্ষিত সম্পকের শেষে খাওয়া নিরাপদ ও কার্যকর ।

ii. এই পিলগুলো ‘ওভার দ্যা ড্রাগ ’ অথ্যাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যেকোনো ফামেসি থেকে নেওেয়া যায়।

iii. নিজের মতো করে ভেবে অরক্ষিত শারীরিক সম্মর্ক স্থাপনের পর দম্পতিরা নিজের সিন্ধান্তেই এই পিল খেতে পারেন।

কখন এই ধরনের পিল খাবেন
কনডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার জন্য কনডম ফেটে/ছিড়ে গেলে ।

ডায়াগ্রাম/সার্ভািইকাল ক্যাপের স্থানচুতি.

পরপর দুই দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে গেলে।

সম্মিত ব্যাতিবেতে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে।

কোন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হবেন

1. যদি সন্দেহ হয় গর্ভসঞ্চার হয়েছে।

2. মাসিক না হলে।

3. তলমেট ব্যাথা করলে।

4. জ্বর , বিশেষ করে কাপুনি দিয়ে জ্বর এলে।

5. যোনি থেকে রক্তপাত হলে।

জন্ম নিয়ন্তন পিল এর মূল্য কত

v ৫x ইমারজেন্সি পিল এর মূল্য ১৯৫ টাকা=/

3 / 3
v নরপিল ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ এর মূল্য ৭৫ টাকা=/

v পিউলি ইমাজের্জন্সি পিল এর মূল্য ১৯৫ টাকা=/

v নোরিস্ক ইমাজের্জন্সি পিল এর মূল্য ৬০ টাকা=/

v আই-পিলএল ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ এর মূল্য ১৯০ টাকা=/

v ইনকম ১ ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ এর মূল্য ৯৫ টাকা=/

v নভেনল ২১ পিল এর মূল্য ৪০০ টাকা=/

v রোজেন ২৮ ট্যাবলেট এর মূল্য ৩৯৯ টাকা=/

শেষ কথাঃ জন্ম নিয়ন্তণ এর কাজ কি

প্রিয় পাঠক আপনারা এতক্ষণ জানতে পেরেছেন জন্ম নিয়ন্ত্রণ পিল সর্স্পকে। আসা করছি আমার আমার এই পোস্টটি পড়ে জন্ম নিয়ন্ত্রণ পিল সর্ম্পকে একটি ভালো ধারনা পেয়েছেন। আমার এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। আর নতুন কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন। এতক্ষণ আমার এই পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাহারাব্লগ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

in-article

Post Page Ad After Post Ends